Last updated on March 17th, 2025 at 05:34 pm
মোট ৯ টি বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট গঠিত। এই ইউনিট টি ব্যবসায় শিক্ষা ইউনিট (সি ইউনিট – C Unit) নামে পরিচিত। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী এই ইউনিটে কোটা সহ সর্বমোট ১০৫০ টি আসন রয়েছে। আজকের এই ব্লগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটের বিষয়সমূহ এবং এর আসন সংখ্যা নিয়ে জানবো।
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বিষয়সমূহ (DU C Unit Subjects):
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গ ইউনিটে সর্বমোট ৯ টি বিষয় / বিভাগ রয়েছে। যেগুলো হল:
১। ম্যানেজমেন্ট
২। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম
৩। মার্কেটিং
৪। ফিন্যান্স
৫। ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স
৬। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস
৭। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
৮। ইন্টারন্যাশনাল বিজনেস
৯। অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট আসন সংখ্যা (DU C Unit Total Seat):
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ৯টি বিভাগে কোটা সহ সর্বমোট ১০৫০টি আসন রয়েছে। এই ইউনিটের অধীনে থাকা বিষয়গুলোতে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে অধ্যয়ন করা শিক্ষার্থীরা। এর পরেই অগ্রাধিকার পায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং সবচেয়ে কম অগ্রাধিকার পায় মানবিক বিভাগে অধ্যয়ন করা শিক্ষার্থীরা।
২০২৪ – ২০২৫ শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী কোটা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটের আসন সংখ্যা:
- ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আসন = ৯৩০টি
- বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য আসন = ৯৫টি
- মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য আসন = ২৫টি
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট আসন সংখ্যা (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের তথ্যের আলোকে) | |||||
---|---|---|---|---|---|
বিভাগ | আসন সংখ্যা | মোট আসন | |||
ব্যবসায় শিক্ষা | বিজ্ঞান | মানবিক | কোটা | ||
ম্যানেজমেন্ট | ১৩৫ | ১২ | ৩ | ১২ | ১৫০ |
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম | ১৩৫ | ১২ | ৩ | ১২ | ১৫০ |
মার্কেটিং | ১৩৫ | ১২ | ৩ | ১২ | ১৫০ |
ফিন্যান্স | ১৩৫ | ১২ | ৩ | ১১ | ১৫০ |
ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স | ৯০ | ৮ | ২ | ৮ | ১০০ |
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস | ৯০ | ৮ | ২ | ৮ | ১০০ |
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট | ৯০ | ৮ | ২ | ৯ | ১০০ |
ইন্টারন্যাশনাল বিজনেস | ৯০ | ৮ | ২ | ৮ | ১০০ |
অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ | ৩০ | ১৫ | ৫ | ৪ | ৫০ |
কোটা সহ মোট আসন সংখ্যা | ১০৫০ |