Last updated on April 10th, 2025 at 01:29 pm

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট সংক্রান্ত ব্লগে তোমাদের স্বাগতম। বাংলাদেশের কৃষি গবেষণার অগ্রদূত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মেরও আগে ১৯৬১ সালে। এই কৃষি প্রদান দেশে কৃষির গুরুত্ব অনুধাবন হয়েছিল সেই পাকিস্তান আমলেই। সেই সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। পরবর্তীতে বাংলাদেশে আরও অনেক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও আজও অনেক দিক থেকে বাংলাদেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয় কে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে গিয়ে দেশ ও দেশের কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আজকের এই ব্লগে আমরা ঐতিহ্যবাহী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট, অনুষদ সংখ্যা, অবস্থান সহ সকল তথ্য শেয়ার করবো। আশাকরি ব্লগটি তোমাদের অনেক কাজে আসবে।
কন্টেন্ট টেবিল
Toggleবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনুষদ কয়টি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৭টি অনুষদ রয়েছে। অনুষদগুলো হল:
১। ভেটেরিনারি অনুষদ
২। কৃষি অনুষদ
৩। পশু পালন অনুষদ
৪। কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ
৫। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
৬। মৎস্যবিজ্ঞান অনুষদ
৭। ইন্টারডিসিপ্লিনারি ইন্সটিটিউড ফর ফুড সিকিউরিটি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা
অনেকেই জানতে চায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট আছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৯টি সাবজেক্ট (বিষয়) আছে। আর এই ৯টি সাবজেক্ট ৭টি অনুষদের অন্তর্ভুক্ত। তবে অনুষদ আর সাবজেক্ট দেখে এই সংখ্যাটি কম মনে হলেও এই বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কিন্তু অন্যান্য সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ১,১১৬ টি আসন রয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি (৩২০টি) আসন রয়েছে ব্যাচেলর অফ সায়েন্স ইন এগ্রিকালচার (অনার্স) এ এবং সবচেয়ে কম আসন (৩০টি) রয়েছে ব্যাচেলর অব সায়েন্স ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং ও (৩০টি) আসন আরও রয়েছে ব্যাচেলর অব সায়েন্স ইন ফুড সেফটি ম্যানেজমেন্ট এ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা | ||
---|---|---|
অনুষদ | কোর্সের নাম | আসন সংখ্যা |
ভেটেরিনারি অনুষদ | ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) মেডিসিন (ডিভিএম) | ১৮০ |
কৃষি অনুষদ | ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার (অনার্স) | ৩২০ |
পশু পালন অনুষদ | ব্যাচেলর অব সায়েন্স ইন এনিম্যাল হাজব্যান্ড্রি (অনার্স) | ১৮০ |
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ | ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স (অনার্স) | ১০৬ |
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ | ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং | ১০০ |
ব্যাচেলর অব সায়েন্স ইন ফুড ইঞ্জিনিয়ারিং | ৫০ | |
ব্যাচেলর অব সায়েন্স ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং | ৩০ | |
মৎস্যবিজ্ঞান অনুষদ | ব্যাচেলর অব সায়েন্স ইন ফিশারিজ (অনার্স) | ১২০ |
ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি | ব্যাচেলর অব সায়েন্স ইন ফুড সেফটি ম্যানেজমেন্ট | ৩০ |
মোট আসন সংখ্যা | ১১১৬টি |
আরও দেখুন: কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট
অনুষদ ভিত্তিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষদ ভিত্তিক অনেকগুলো বিভাগ রয়েছে যেগুলো থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করা যায়। অনুষদভিত্তিক এই বিভাগগুলো নিচে প্রকাশ করা হল:
১। ভেটেরিনারি অনুষদ:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (BAU) ছয়টি অনুষদের মধ্যে ভেটেরিনারি সায়েন্স অনুষদ অন্যতম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মূলত পূর্ব পাকিস্তান ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি কলেজ হিসেবে যাত্রা শুরু করেছিল। ভেটেরিনারি অনুষদ এর এর অধীনে মোট ৮ টি বিভাগ / সাবজেক্ট রয়েছে। সেগুলো হল:
- শারীরস্থান এবং তন্তুবিন্যাসবিদ্দ্যা হিস্টোলজি বিভাগ
- শারীরবিদ্যা বিভাগ
- অণুজীববিজ্ঞান এবং স্বাস্থ্যবিধি বিভাগ
- ফার্মাকোলজি বিভাগ
- পরজীববিদ্যা বিভাগ
- রোগবিদ্যা বিভাগ
- মেডিসিন বিভাগ
- সার্জারি ও ধাত্রীবিদ্যা বিভাগ
- ক্রায়োসার্জারি বিভাগ
২। কৃষি অনুষদ:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি এর কৃষি অনুষদ প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে। এই অনুষদে মোট ১৬টি বিভাগ বা বিষয় রয়েছে। সেগুলো হল:
- কৃষি অর্থনীতি বিভাগ
- মৃত্তিকা বিজ্ঞান বিভাগ
- পতঙ্গবিজ্ঞান বিভাগ
- উদ্যানবিদ্যা বিভাগ
- উদ্ভিদের রোগবিদ্যা বিভাগ
- ফসল উদ্ভিদবিদ্যা বিভাগ
- জেনেটিক্স এবং উদ্ভিদ প্রজনন বিভাগ
- কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ
- কৃষি রসায়ন বিভাগ
- জীববিজ্ঞান বিভাগ
- পদার্থবিদ্যা বিভাগ
- রসায়ন বিভাগ
- ভাষা বিভাগ
- কৃষি বন বিভাগ
- বায়োপ্রযুক্তি বিভাগ
- পরিবেশ বিজ্ঞান বিভাগ
৩। পশু পালন অনুষদ:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদ ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। মোট ৫টি বিভাগ বা সাবজেক্ট নিয়ে এই পশু পালন অনুষদ গঠিত। সেগুলো হল:
- পশু প্রজনন ও জেনেটিক্স বিভাগ
- পশু বিজ্ঞান বিভাগ
- পশু পুষ্টি বিভাগ
- পোল্ট্রি বিজ্ঞান বিভাগ
- দুগ্ধ বিজ্ঞান বিভাগ
৪। কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ:
মোট ৫টি বিভাগ / বিষয় নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ গঠিত। এই অনুষদ থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স (অনার্স) ডিগ্রি প্রদান করা হয়। কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের বিভাগগুলো হল:
- কৃষি অর্থনীতি বিভাগ
- কৃষি অর্থ বিভাগ
- কৃষি পরিসংখ্যান বিভাগ
- সহযোগিতা ও বিপণন বিভাগ
- গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগ
৫। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ:
মোট ৬টি বিভাগ বা সাবজেক্ট নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ গঠিত। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে স্নাতক পর্যায়ে মোট ৩টি (ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব সায়েন্স ইন ফুড ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলর অব সায়েন্স ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং) এ স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। এই অনুষদের বিষয়গুলো হল:
- ফার্ম স্ট্রাকচার বিভাগ
- ফার্ম পাওয়ার ও মেশিনারি বিভাগ
- সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ
- খাদ্য প্রযুক্তি ও গ্রামীণ শিল্প বিভাগ
- কম্পিউটার বিজ্ঞান এবং গণিত বিভাগ
- বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং
৬। মৎসবিজ্ঞান অনুষদ:
মোট ৫টি বিভাগ বা বিষয় নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎসবিজ্ঞান অনুষদ গঠিত। এই অনুষদ থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন ফিশারিজ (অনার্স) -এ স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। এই অনুষদের বিভাগগুলো হল:
- মৎস্য জীববিজ্ঞান ও জেনেটিক্স বিভাগ
- অ্যাকুয়্যাকালচার বিভাগ
- মৎস্য ব্যবস্থাপনা বিভাগ
- মৎস্য প্রযুক্তি বিভাগ
- সামুদ্রিক মৎস্য বিজ্ঞান
৭। ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি অনুষদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই অনুষদকে সংক্ষেপে (IIFS) অনুষদও বলা হয় যেখানে মোট ৩০টি আসন রয়েছে। আসন সংখ্যার দিক থেকে এটি অন্যান্য অনুষদের তুলনায় সর্বনিম্ন। এই অনুষদে ব্যাচেলর অব সায়েন্স ইন ফুড সেফটি ম্যানেজমেন্ট থেকে স্নাতক ডিগ্রি এবং Sustainable Agriculture & Food Security তে MS করা যায়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার অধীনে পরিচালিত। এমনকি কৃষি গুচ্ছের অধীনে থাকা বাংলাদেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং ১টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বও দিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তাই কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। যোগ্যতা সমূহ হল:
১। ২০২০ / ২০২১ / ২০২২ সালে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক (SSC) বা সমমানের পর্যায়ে উত্তীর্ণ হতে হবে। তবে ২০২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক বা সমমানের মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
২। ২০২৩ / ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩। প্রার্থীর মাধ্যমিক (SSC) এবং উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয় ব্যতীত পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং দুইয়ের যোগফল ন্যূনতম ৮.৫০ হতে হবে।
৪। O লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে পরীক্ষার অন্তত ৫ টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
আশাকরি সম্পূর্ণ ব্লগটি পড়ার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট , আসন সংখ্যা , আবেদনের যোগ্যতা সংক্রন্ত বিষয়গুলো নিয়ে তোমার একটি স্পষ্ট ধারণা হয়েছে। এছাড়াও অন্য যেকোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সংক্রান্ত যেকোনো তথ্য জানতে নিচের দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করো। আমরা শীঘ্রই তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো।