Last updated on April 8th, 2025 at 12:30 am

প্রিয় শিক্ষার্থীবৃন্দ কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা, আসন সংখ্যা ও আবেদনের যোগ্যতা সংক্রান্ত ব্লগে তোমাদের স্বাগতম। কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি ব্যবস্থা ও এ সম্পর্কিত সামগ্রিক ধারণা নেওয়া টা খুবই জরুরি। কেননা এ সম্পর্কিত ধারণা থাকলে আবেদন করা এবং ভর্তির সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে। আজকের এই ব্লগে আমরা ২০২৫ সালের সর্বশেষ হালনাগাদকৃত তথ্য অনুযায়ী কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা, আসন সংখ্যা ও আবেদনের যোগ্যতা সম্পর্কে জানবো।
কন্টেন্ট টেবিল
Toggleকৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ২০২৫ :
বাংলাদেশ একটি কৃষি প্রদান দেশ যেখানে অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষির এই গুরুত্ব এই অঞ্চলে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার আগে থেকেই ছিল। দেশের কৃষি ব্যবস্থাকে উন্নত করতে এবং কৃষি বিজ্ঞানে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ১৯৬১ সালে দেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ধাপে ধাপে আরও বেশকিছু কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিষয়ক ডিগ্রি প্রদানকারী মোট ৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ব্যবস্থাটি গঠিত।
২০২৫ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের তালিকা নিম্নরূপ:
১। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
২। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
৩। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
৪। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
৫। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
৬। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট
৭। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা
৮। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ
৯। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম
আরও দেখুন: কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট
সম্প্রতি কৃষি গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন হয়েছে:
সম্প্রতি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের বেশকিছু বিশ্ববিদ্যালয়ের নামে পরিবর্তন এসেছে। যার মধ্যে কৃষি গুচ্ছ তে ১টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়া বিশ্ববিদ্যালয়ের নামটি হচ্ছে:
পূর্ব নাম | বর্তমান নাম |
---|---|
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর | গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর |
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা :
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা | |
---|---|
বিশ্ববিদ্যালয়ের নাম | আসন সংখ্যা |
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ | ১১১৬ |
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর | ৩৩৫ |
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা | ৭০৫ |
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী | ৪২৩ |
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম | ২৭৫ |
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট | ৫৮০ |
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা | ১৫০ |
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ | ৯৯ |
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম | ৮০ |
মোট আসন সংখ্যা | ৩৮৬৩টি |
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ৩,৮৬৩টি। যার মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) তে ১১১৬ টি। সবচেয়ে কম আসন রয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে মাত্র ৮০টি।
তবে কৃষি গুচ্ছের অধীনে থাকা ৯টি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটু আলাদা। এই বিশ্ববিদ্যালয়টি একই সাথে গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় দুটিতেই অন্তর্ভুক্ত। যেখানে বিশ্ববিদ্যালয়টির ৩৫০টি আসন রয়েছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য এবং ৪২৩টি আসন রয়েছে শুধু কৃষি গুচ্ছের জন্য।
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতা ২০২৫:
- ২০২০ / ২০২১ / ২০২২ সালে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক (SSC) বা সমমানের পর্যায়ে উত্তীর্ণ হতে হবে। তবে ২০২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক বা সমমানের মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
- ২০২৩ / ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- প্রার্থীর মাধ্যমিক (SSC) এবং উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয় ব্যতীত পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং দুইয়ের যোগফল ন্যূনতম ৮.৫০ হতে হবে।
- O লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে পরীক্ষার অন্তত ৫ টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতি:
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের একটি লিখিত নির্বাচনি পরীক্ষা হয়ে থাকে। ২০২৫ সালের কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষার সিলেবাস থেকে প্রশ্ন করা হবে। এই পরীক্ষায় মানবণ্টন হবে নিম্নরূপ:
বিষয় | মার্ক |
---|---|
ইংরেজি | ১০ |
প্রাণিবিজ্ঞান | ১৫ |
উদ্ভিদবিজ্ঞান | ১৫ |
পদার্থবিজ্ঞান | ২০ |
রসায়ন | ২০ |
গণিত | ২০ |
মোট নম্বর | ১০০ |
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত ১০০ নম্বরের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের জন্য আরও ৫০ নম্বর যুক্ত হয়ে মোট ১৫০ নম্বরে ফলাফল গণনা করা হবে। যেখানে মাধ্যমিক (SSC) বা সমমান পর্যায়ে ৪র্থ বিষয় ব্যতীত প্রাপ্ত নম্বরের জন্য ২৫ নম্বর থাকবে। এবং উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমান পর্যায়ে ৪র্থ বিষয় ব্যতীত প্রাপ্ত নম্বরের জন্য আরও ২৫ নম্বর থাকবে।
আশাকরি কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা , আসন সংখ্যা, আবেদনের যোগ্যতা ও পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত ব্লগটি থেকে প্রাপ্ত তথ্য তোমাদের অনেক কাজে আসবে। কৃষি গুচ্ছ ছাড়াও যেকোনো বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি এবং এডমিশন সংক্রান্ত তথ্য জানতে আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমাদের টিম তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবে।