রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা ২০২৪ – ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা বিষয়ক ব্লগে তোমাদের স্বাগতম। বাংলাদেশের অন্যতম সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাজশাহী জেলার মতিহার থানায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান। বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তিরও আগে ৬ জুলাই ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সৃষ্টিলগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়টি থেকে অধ্যয়ন করা শিক্ষার্থীরা দেশের বিভিন্ন উন্নয়নে অবদান রেখে চলেছে।

তবে ভর্তির সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা সম্পর্কে জেনে নিতে হবে। আজকের এই ব্লগে আমরা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সর্বশেষ হালনাগাদকৃত তথ্যের আলোকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট লিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা সম্পর্কে আলোচনা করবো।

রাজশাহী বিশ্ববিদ্যালয় A ইউনিট সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট (এ ইউনিট) টি মূলত (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ, এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) নিয়ে গঠিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের A ইউনিটে সর্বমোট ২৮টি বিভাগ ও ১৮৭২টি আসন রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা নিম্নরূপ:

রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা
অনুষদবিষয়আসন সংখ্যা
কলা অনুষদদর্শন১১০
ইতিহাস১০০
ইংরেজি৯০
বাংলা৮০
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি১০০
আরবি১১০
ইসলামিক স্টাডিজ১০০
সঙ্গীত৩০
নাট্যকলা১৫
ফারসি ভাষা ও সাহিত্য৫৫
উর্দু৪০
সংস্কৃত৫৬
আইন অনুষদআইন১১০
আইন ও ভূমি প্রশাসন৫০
সামাজিক বিজ্ঞান অনুষদঅর্থনীতি১০০
রাষ্ট্রবিজ্ঞান৯০
সমাজকর্ম৭০
সমাজবিজ্ঞান৮০
গণযোগাযোগ ও সাংবাদিকতা৪০
ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট৬৬
লোক প্রশাসন৫০
নৃবিজ্ঞান৫০
ফোকলোর৭০
আন্তর্জাতিক সম্পর্ক৪০
চারুকলা অনুষদচিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র৪৫
মৃৎশিল্প ও ভাস্কর্য৩০
গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস৪৫
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট৫০
মোট আসন১৮৭২টি

রাজশাহী বিশ্ববিদ্যালয় B ইউনিট সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা:

মোট ৭ টি বিভাগ বা এবং ৫৫৯ টি আসন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের B ইউনিট গঠিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট (খ বিভাগ) এর সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা নিম্নরূপ:

রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা
বিষয়আসন সংখ্যা
বাণিজ্যবিজ্ঞানমানবিকমোট আসন
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ১০০০৭০৩১১০
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ৫৫৪০০৫১০০
মার্কেটিং বিভাগ৬৫৪০০৫১১০
ফাইন্যান্স বিভাগ৫৫২৩০২৮০
ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ৪৫২৩০২৭০
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ২৫১৫০৫৪৫
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)২২১৮০৪৪৪
মোট আসন৩৬৭১৬৬২৬৫৫৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় C ইউনিট সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা:

৬ টি অনুষদ এবং ২৬টি বিভাগ / বিষয় নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের C ইউনিট (সি ইউনিট) গঠিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের C ইউনিটে সর্বমোট ১৪৮৬টি আসন রয়েছে। এই ইউনিট টি বিজ্ঞান ইউনিট হিসেবে পরিচিত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় C ইউনিট সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা
অনুষদবিষয়আসন সংখ্যা
বিজ্ঞান অনুষদ গণিত১০০
পদার্থ বিজ্ঞান৭০
রসায়ন১০০
পরিসংখ্যান৮০
প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান৫০
ফার্মেসি৫০
পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট৬০
ফলিত গণিত৭০
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান৩০
জীববিজ্ঞান অনুষদমনোবিজ্ঞান৬০
উদ্ভিদবিজ্ঞান৭০
প্রাণিবিদ্যা৮০
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি৩০
চিকিৎসা মনোবিজ্ঞান৩০
মাইক্রোবায়োলজি৩০
কৃষি অনুষদএগ্রোনোমী এন্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন৬০
ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি৬০
প্রকৌশল অনুষদফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল৭০
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং৪০
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং৪৬
ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং৫০
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং৪৫
ভূ-বিজ্ঞান অনুষদভূগোল ও পরিবেশবিদ্যা৭৫
ভূতত্ত্ব ও খনিবিদ্যা৬০
ফিশারীজ অনুষদফিশারীজ৫০
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস৫০
মোট আসন১৪৮৬

আশাকরি রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট ও আসন সংখ্যা নিয়ে এই ব্লগ থেকে তথ্যগুলো তোমাদের অনেক কাজে এসেছে। সকল তথ্য জেনে এবং বুঝে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তির সিদ্ধান্ত নাও। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও যেকোন বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত কোন জানতে বা পরামর্শের জন্য নিচের কমেন্ট বক্সে তোমার মন্তব্যটি জানাও। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top