Last updated on April 10th, 2025 at 02:32 pm

প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা নিয়ে আলোচনায় তোমাদের স্বাগতম। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতায় এসেছে আমূল পরিবর্তন। GPA ভিত্তিক মেরিট স্কোর থেকে ১০ বছর আগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত চলমান ভর্তি পরীক্ষা ব্যবস্থায় আবারও ফিরে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা সম্পর্কে জানার পরেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত। তাই আজকের ব্লগে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি যোগ্যতা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
কন্টেন্ট টেবিল
Toggleজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা ২০২৪ - ২০২৫:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ ধরনের আন্ডারগ্রেড প্রোগ্রামে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। যার মধ্যে একটি ৪ বছর মেয়াদি অনার্স (স্নাতক) এবং অপরটি ৩ বছর মেয়াদি (ডিগ্রি)। এবং এই দুইটি প্রোগ্রামের আবেদনের যোগ্যতাও ভিন্ন হয়ে থাকে। আজকের ব্লগে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি যোগ্যতা ২০২৪ - ২০২৫:
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির প্রাথমিক যোগ্যতা হিসেবে সকল বিভাগের প্রার্থীদের ক্ষেত্রেই একটি সাধারণ যোগ্যতা প্রযোজ্য। যেমন:
- প্রার্থীকে ২০২১ / ২০২২ সালের মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- প্রার্থীকে ২০২৩ / ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এছাড়াও বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিষয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আলাদা যোগ্যতা রয়েছে। চলো সেগুলো জেনে নিই।
বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য আবেদনের যোগ্যতা:
১। প্রার্থীকে ২০২১ / ২০২২ সালের মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। ৪র্থ বিষয় সহ মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA ২.৭৫ পেতে হবে।
৩। ৪র্থ বিষয় সহ উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA ২.৫০ পেতে হবে।
৪। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর ২ পরীক্ষায় প্রাপ্ত GPA এর যোগফল ন্যূনতম ৬.০ হতে হবে।
(এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে HSC (ভোকেশনাল) শাখায় অধ্যয়ন করা শিক্ষার্থীদেরও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অনুরূপ যোগ্যতা প্রয়োজন হবে)
মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য আবেদনের যোগ্যতা:
১। প্রার্থীকে ২০২১ / ২০২২ সালের মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। ৪র্থ বিষয় সহ মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA ২.৫০ পেতে হবে।
৩। ৪র্থ বিষয় সহ উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA ২.৫০ পেতে হবে।
৪। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর ২ পরীক্ষায় প্রাপ্ত GPA এর যোগফল ন্যূনতম ৫.৫০ হতে হবে।
ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আবেদনের যোগ্যতা:
১। প্রার্থীকে ২০২১ / ২০২২ সালের মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। ৪র্থ বিষয় সহ মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA ২.৫০ পেতে হবে।
৩। ৪র্থ বিষয় সহ উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA ২.৫০ পেতে হবে।
৪। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর ২ পরীক্ষায় প্রাপ্ত GPA এর যোগফল ন্যূনতম ৫.৫০ হতে হবে।
(এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে HSC (বিজনেস ম্যানেজমেন্ট) ও ডিপ্লোমা ইন কমার্স শাখায় অধ্যয়ন করা শিক্ষার্থীদেরও মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের অনুরূপ যোগ্যতা প্রয়োজন হবে)
ইংরেজি মাধ্যম থেকে অধ্যয়ন করা শিক্ষার্থীদের জন্য আবেদনের যোগ্যতা:
১। ২০২১/২০২২ সালের O-Level পরীক্ষায় ৩টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ৪টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
২। ২০২৩/২০২৪ সালের A-Level পরীক্ষায় ১টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য আবেদনের নির্দেশনা:
এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ই-মেইল অ্যাড্রেসে ([email protected]) আবেদন পত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু বিষয়, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। ছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর O-Level ও A-Level পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।
বিদেশি সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের জন্য আবেদনের যোগ্যতা:
- বিদেশি সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের বাংলাদেশের স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অন্যান্য সকল শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
বিদেশি সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের জন্য আবেদনের নির্দেশনা:
এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ই-মেইল অ্যাড্রেসে ([email protected]) আবেদন পত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু বিষয়, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, শিক্ষা বোর্ড কর্তৃক সমতা নিরূপণের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।
বিষয় নির্বাচন সম্পর্কিত যোগ্যতা:
আবেদনের প্রাথমিক যোগ্যতা ছাড়াও প্রার্থীদের বিষয়ভিত্তিক আলাদা কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে। উক্ত শর্তসমূহ পূরণ করলেই কেবল প্রার্থীরা এই বিষয়গুলো পাওয়ার যোগ্য হবে। বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার প্রার্থীদের জন্য এই যোগ্যতাগুলো নিচে উল্লেখ করা হল।
বিজ্ঞান শাখার প্রার্থীদের জন্য বিষয়ভিত্তিক যোগ্যতা:
ব্যবসায় শিক্ষা শাখার প্রার্থীদের জন্য বিষয়ভিত্তিক যোগ্যতা:
মানবিক শাখার প্রার্থীদের জন্য বিষয়ভিত্তিক যোগ্যতা:
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন:
- MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০ এবং সময় ১ ঘণ্টা।
- MCQ পরীক্ষায় ভুলের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
- MCQ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পাস নম্বর ৩৫।
- SSC ও HSC তে প্রাপ্ত নম্বরের GPA এর উপর (১০০) নম্বর যুক্ত হয়ে মোট ২০০ নম্বর হবে।
- মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয় সহ প্রাপ্ত নম্বরের ৪০% (৪০ নম্বর)
- উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয় সহ প্রাপ্ত নম্বরের ৬০% (৬০ নম্বর)
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন | |
---|---|
বিষয় | নম্বর |
MCQ পরীক্ষা | ১০০ নম্বর |
SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত GPA এর উপর | ১০০ নম্বর |
সর্বমোট | ২০০ নম্বর |
বিজ্ঞান শাখায় অধ্যয়ন করা শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন:
উচ্চ মাধ্যমিকে (বিজ্ঞান) নিয়ে অধ্যয়ন করা শিক্ষার্থীদের জন্য | |
---|---|
বিষয় | পূর্ণমান |
বাংলা | ২০ |
ইংরেজি | ২০ |
সাধারণ জ্ঞান (বাংলাদেশ) | ১০ |
পদার্থ বিজ্ঞান | ১৭ |
রসায়ন | ১৭ |
গণিত / জীববিজ্ঞান | ১৬ |
সর্বমোট | ১০০ নম্বর |
মানবিক শাখায় অধ্যয়ন করা শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন:
উচ্চ মাধ্যমিকে (মানবিক / গার্হস্থ্য অর্থনীতি) নিয়ে অধ্যয়ন করা শিক্ষার্থীদের জন্য | |
---|---|
বিষয় | পূর্ণমান |
বাংলা | ২৫ |
ইংরেজি | ২৫ |
সাধারণ জ্ঞান (বাংলাদেশ) | ১০ |
উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রঠিত বিষয়ের মধ্যে যেকোনো ৪টি বিষয় | ৪ x ১০ = ৪০ |
সর্বমোট | ১০০ নম্বর |
ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়ন করা শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন:
উচ্চ মাধ্যমিকে (ব্যবসায় শিক্ষা) নিয়ে অধ্যয়ন করা শিক্ষার্থীদের জন্য | |
---|---|
বিষয় | পূর্ণমান |
বাংলা | ২৫ |
ইংরেজি | ২৫ |
সাধারণ জ্ঞান (বাংলাদেশ) | ১০ |
হিসাব বিজ্ঞান | ২০ |
ব্যবসায় নীতি ও প্রয়োগ | ২০ |
সর্বমোট | ১০০ নম্বর |
আশাকরি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা নিয়ে এই ব্লগটি তোমাদের অনেক কাজে এসেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ভর্তি প্রস্তুতি সংক্রান্ত যেকোনো তথ্য জানতে আমাদের কমেন্ট করো। আমরা সর্বাত্মক চেষ্টা করবো সঠিক তথ্যাটি দেওয়ার জন্য।