কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে ২০২৪ – ২০২৫

Last updated on March 17th, 2025 at 05:33 pm

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

বাংলাদেশে প্রায় ১৫০টির অধিক বিশ্ববিদ্যালয় রয়েছে। যার কোনটি সাধারণ, কোনটি বিজ্ঞান ও প্রযুক্তি, কোনটি কৃষি, কোনটি প্রকৌশল, আবার কোনটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। আজকের এই ব্লগে আমরা বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি যোগ্যতা সম্পর্কে জানবো। জানবো কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য।


আশাকরি এই ব্লগটি বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য অনেক কাজে আসবে যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছে এবং তার আগে জেনে নিতে চাচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট প্রয়োজন।

কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে ২০২৪ - ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৪-২০২৫

ক ইউনিট (বিজ্ঞান):
১। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য SSC ও HSC পরীক্ষায় প্রতিটিতে আলাদাভাবে জিপিএ ৩.৫০ বা এর অধিক এবং ৪র্থ বিষয় সহ দুইয়ের যোগফল ৮.০০ বা এর অধিক হতে হবে। 

২। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য SSC ও HSC পরীক্ষায় প্রতিটিতে আলাদাভাবে জিপিএ ৩.০০ বা এর অধিক। এবং ৪র্থ বিষয় সহ দুইয়ের যোগফল ৭.৫০ বা এর অধিক। 


খ ইউনিট (মানবিক):

১। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য SSC ও HSC পরীক্ষায় প্রতিটিতে আলাদাভাবে জিপিএ ৩.৫০ বা এর অধিক এবং ৪র্থ বিষয় সহ দুইয়ের যোগফল ৮.০০ বা এর অধিক হতে হবে। 

২। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য SSC ও HSC পরীক্ষায় প্রতিটিতে জিপিএ ৩.০০ বা এর অধিক এবং ৪র্থ বিষয় সহ দুইয়ের যোগফল ৭.৫০ বা এর অধিক হতে হবে। 


গ ইউনিট (ব্যবসায় শিক্ষা):


১। বিজ্ঞান  বিভাগের শিক্ষার্থীদের জন্য SSC ও HSC পরীক্ষায় প্রতিটিতে আলাদাভাবে জিপিএ ৩.৫০ বা এর অধিক এবং ৪র্থ বিষয় সহ দুইয়ের যোগফল ৮.০০ বা এর অধিক থাকতে হবে। তবে HSC তে ২০০ নম্বরের গণিত অথবা পরিসংখ্যান (আবশ্যিক / ঐচ্ছিক) বিষয় থাকতে হবে এবং সেটিতে ৩.৫০ এর সমান বা অধিক GPA থাকতে হবে।

২। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য SSC ও HSC পরীক্ষায় প্রতিটিতে আলাদাভাবে জিপিএ ৩.৫০ বা এর অধিক। এবং ৪র্থ বিষয় সহ দুইয়ের যোগফল ৭.৫০ বা এর অধিক। HSC পর্যায়ে ২০০ নম্বরের অর্থনীতি অথবা পরিসংখ্যান (আবশ্যিক/ঐচ্ছিক) বিষয়টি অবশ্যই থাকতে হবে।

৩। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য SSC ও HSC পরীক্ষায় প্রতিটিতে আলাদাভাবে জিপিএ ৩.০০ বা এর অধিক এবং এই ৪র্থ বিষয় সহ দুইয়ের যোগফল ৭.৫০ বা এর অধিক হতে হবে। HSC পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত প্রার্থীদের একাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে।

F ইউনিট (চারুকলা অনুষদ):

১। SSC ও HSC বা সমমানের পরীক্ষায় প্রতিটিতে আলাদাভাবে জিপিএ ৩.০০ বা এর অধিক। 

২। ৪র্থ বিষয় সহ SSC ও HSC বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ বা এর অধিক।

আরও দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে (২০২৪-২০২৫)

ইউনিট-A (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ):
বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫ এর কম থাকা যাবে না।

ইউনিট-B (কলা ও আইন অনুষদ):
সকল শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর কম থাকা যাবে না। 

ইউনিট-C (বিজনেস স্টাডিজ অনুষদ):
সকল শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.৫ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর থাকা যাবে না।

ইউনিট-D (সামাজিক বিজ্ঞান অনুষদ):

সকল শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর কম থাকা যাবে না। 

ইউনিট-E (চারুকলা অনুষদ):
এই অনুষদে ভর্তির জন্য সকল শাখার শিক্ষার্থী সহ শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক বিএফএ সার্টিফিকেটধারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর কম থাকা যাবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৪-২০২৫

১। মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম ৪.০০ জিপিএ বা এর অধিক।
২। উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ৩.৫০ জিপিএ বা এর অধিক।
৩। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে ন্যূনতম মোট জিপিএ ৮.৫০ বা এর অধিক।
৪। জিসিই (O Level) পরীক্ষায় ৩টি B / সমমান এবং ২টি C / সমমান গ্রেড পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ।
৫। জিসিই (A Level) পরীক্ষায় ২টি B / সমমান ১টি C / সমমান গ্রেড পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে (২০২৪-২০২৫):

১। A ইউনিটে আবেদনের জন্য SSC এবং HSC তে বিজ্ঞান শাখা থেকে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ বা তার অধিক থাকতে হবে এবং দুইয়ের যোগফল ৭.০ বা এর অধিক হতে হবে।
২। B ইউনিটে আবেদন করার জন্য বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে SSC এবং HSC বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ৩.০০ এবং দুইয়ের যোগফল ৬.৫০ হতে হবে।
৩। আই.জি.সি.এস.ই (O লেভেল) এ কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ করতে হবে।
৪। আই.জি.সি.এস.ই (A লেভেল) এ কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে (২০২৪-২০২৫):

১। মানবিক ও বাণিজ্য শাখা থেকে শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের SSC ও HSC বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয় সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ বা অধিক পেতে হবে এবং দুইয়ের যোগফল ন্যূনতম জিপিএ ৭.০০ বা এর অধিক হতে হবে।

২। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের SSC ও HSC বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয় সহ পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ জিপিএ বা অধিক পেতে হবে এবং দুইয়ের যোগফল ন্যূনতম জিপিএ ৮.০০ বা এর অধিক হতে হবে।

৩। O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B এবং ৩টি বিষয়ে কমপক্ষে C পেতে হবে।

৪। A লেভেল পরীক্ষায় ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B এবং ৩টি বিষয়ে কমপক্ষে C পেতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে (২০২৪-২০২৫):

A ইউনিট:
মাধ্যমিক (SSC) ও উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উভয় পর্যায়ে পৃথকভাবে জিপিএ ন্যূনতম জিপিএ ৪.০০ পেতে হবে এবং দুইয়ের যোগফল ন্যূনতম ৮.৫০ বা এর অধিক হতে হবে। 

B, C এবং E ইউনিট: 

১। বিজ্ঞান শাখার জন্য মাধ্যমিক (SSC) এবং উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উভয় পর্যায়ে পৃথকভাবে ন্যূনতম জি.পি.এ ৩.৫০ এবং দুইয়ের যোগফল কমপক্ষে জিপিএ ৮.০০ হতে হবে। 

২। মানবিক ও ব্যবসায় শিক্ষা সহ অন্যান্য শাখার জন্য মাধ্যমিক (SSC) এবং উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উভয় পর্যায়ে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুইয়ের যোগফল কমপক্ষে জিপিএ ৭.৫০ হতে হবে। 

C1 ইউনিট:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। 

D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ):

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় উভয় পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৯.০০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। 

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ):
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.২৫), মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৮.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০) থাকতে হবে।

ইংলিশ ভার্সন এর শিক্ষার্থীদের জন্য:
জি.সি.ই. ২০১৯ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ০ লেভেল পরীক্ষায় অন্তত ৫ (পাঁচ)টি বিষয়ে এবং ২০২৩ অথবা ২০২৪ সালের A লেভেল পরীক্ষায় অন্তত ২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীর ০ লেভেল এবং A লেভেলের মোট ৭ (সাত) টি বিষয়ের মধ্যে ৪ (চার)টি বিষয়ে কমপক্ষে B গ্রেড/সমমান ও ৩ (তিন)টি বিষয়ে কমপক্ষে C গ্রেড/সমমান থাকতে হবে।

A লেভেল শিক্ষার্থীদের জন্য: 

১। A ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যূনতম ৪ গ্রেড/সমমান থাকতে হবে। 

২। B ইউনিটের ক্ষেত্রে: বাংলা অথবা ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম ৪ গ্রেড/সমমান থাকতে হবে। 

৩। D ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিদ্যায় পৃথকভাবে ন্যূনতম ৪ গ্রেড/সমমান থাকতে হবে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে (২০২৪-২০২৫):

১। A ও B ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিক (SSC) ও উচ্চমাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.৫ সহ দুই পরীক্ষা মিলে মোট জিপিএ ৮.০ বা এর বেশি হতে হবে।
২। C ও D ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিক (SSC) ও উচ্চমাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.৫ সহ দুই পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ ৬.৫ বা এর বেশি হতে হবে।
৩। O Level এর শিক্ষার্থীদের ৫টি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে।
৪। A Level এর শিক্ষার্থীদের পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান / কৃষিবিজ্ঞানের মধ্যে ৩টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড পেতে হবে। 

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে (২০২৪-২০২৫):

A ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল):
১। SSC ও HSC বা সমমানের পরীক্ষায় প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ ৪.০০ পেতে হবে।
২। O-Level এবং A-Level এ উত্তীর্ণ প্রার্থীদের O-Level পরীক্ষায় ৫টি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে। 
৩। A-Level পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে

B ইউনিট (জীব বিজ্ঞান স্কুল):
১। প্রার্থীকে SSC বা সমমান এবং HSC বা সমমান পরীক্ষায় পৃথকভাবে প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩.৫ পেতে হবে। এবং এই দুই পরীক্ষা মিলিয়ে সর্বমোট জিপিএ ন্যূনতম ৮.০০ হতে হবে।
২। O-Level এবং A-Level এ উত্তীর্ণ প্রার্থীদের O-Level পরীক্ষায় ৫টি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে।
৩। A-Level পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে।

C Unit (আইন, কলা ও মানবিক, সমাজ বিজ্ঞান, শিক্ষা ও গবেষণা এবং চারুকলা স্কুল):
১। ভর্তিচ্ছু প্রার্থীকে যে কোনো বিভাগ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) থেকে SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।
২। চারুকলা স্কুলের জন্য SSC/সমমান ও HSC/সমমান পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৭.০০ পেতে হবে।
৩। IGCSE/O Level এবং IAI/GCE A Level প্রার্থীর ক্ষেত্রে A Level পরীক্ষায় অন্তত ০২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থী এবং O Level পরীক্ষায় অন্তত ০৫ (পাঁচ) টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে তাদের O Level এবং A Level মোট ০৭ (সাত) টি বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম C Grade থাকতে হবে।

D Unit (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল):
১। সকল বিভাগের (বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক) প্রার্থীদের SSC বা সমমান ও HSC বা সমমান পরীক্ষার উভয়টিতেই ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
২। SSC বা সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ থাকতে হবে।
৩। O-Level পরীক্ষায় ৩টি বিষয়ে এবং A-Level পরীক্ষায় ২টি বিষয়ে ন্যূনতম B গ্রেড থাকতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে (২০২৪-২০২৫):

A-ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ):

১। বিজ্ঞান শাখা হতে SSC/ সমমান ও HSC/ সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
২। A-ইউনিট এর বিষয়সমূহের মধ্যে গণিত, সিএসই, আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য HSC/সমমান পর্যায়ে গণিতে জিপিএ ৩.০০ থাকতে হবে।
৩। রসায়ন বিভাগে ভর্তিচ্ছুদের HSC/সমমান পরীক্ষায় রসায়নে জিপিএ ৩.৫০ ও গণিতে জিপিএ ২.৫০ থাকতে হবে।
৪। ফার্মেসি বিভাগে ভর্তিচ্ছুদের HSC/সমমান পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় জিপিএ ৩.৫০ ও গণিতে জিপিএ ২.৫০ থাকতে হবে।

B-ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ):

১। B-ইউনিটে আবেদনকারীর SSC/ সমমান ও HSC/ সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) মানবিক শাখায় ৬.০০, বিজ্ঞান শাখায় ৭.০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬.৫০ থাকতে হবে।
২। সকল শাখার ক্ষেত্রে SSC/ সমমান ও HSC/ সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
৩। B-ইউনিট এর বিষয়সমূহের মধ্যে ইংরেজিতে ভর্তিচ্ছুদের HSC/ সমমান পরীক্ষায় ইংরেজিতে লেটার গ্রেড (A-) এবং অর্থনীতিতে ভর্তিচ্ছুদের HSC/সমমান পর্যায়ে অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান বিষয়ের যে কোনো একটি থাকতে হবে।

C-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ):

১। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য SSC/ সমমান ও HSC/ সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) সর্বমোট ন্যূনতম জিপিএ ৭.০০ থাকতে হবে। যার মধ্যে দুইটি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। 
২। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য SSC/ সমমান ও HSC/ সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) সর্বমোট ন্যূনতম জিপিএ ৬.৫০ থাকতে হবে। যার মধ্যে দুইটি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
৩। মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য SSC/ সমমান ও HSC/ সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) সর্বমোট ন্যূনতম ৬.০০ থাকতে হবে। যার মধ্যে দুইটি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

জি.সি.ই লেভেল:

১। O Level এ ৫টি এবং A Level এ ন্যূনতম ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
২। উভয় লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘B’ ও ৩টি বিষয়ে কমপক্ষ্যে ‘C’ গ্রেড থাকতে হবে।

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে (২০২৪-২০২৫):

A ইউনিটে ভর্তির জন্য:
বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।

B ইউনিটে ভর্তির জন্য:
মানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ ও মুজাব্বিদ) মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে।

C ইউনিটে ভর্তির জন্য:
বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা-ইন-কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে।

ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের জন্য যোগ্যতা:
জিসিই-এর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে আবেদন করতে হবে।

আরও দেখুন: গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের তালিকা আসন সংখ্যা ও অবস্থান

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে (২০২৪-২০২৫)

১। মানবিক, ব্যবসায় শিক্ষা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে HSC (বিজনেস ম্যানেজমেন্ট / BM) ও ডিপ্লোমা ইন কমার্স শাখার শিক্ষার্থীদের জন্য SSC ও HSC বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ২.৫ এবং উভয় পরীক্ষা মিলে ন্যূনতম জিপিএ ৫.৫ হতে হবে।

২। বিজ্ঞান শাখার ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ২.৭৫ এবং উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় ২.৫০ সহ দুইয়ের যোগফল ন্যূনতম জিপিএ ৬.০০ বা এর অধিক হতে হবে।

আশাকরি সম্পূর্ণ ব্লগটি পড়ে তোমরা এতক্ষণে জেনে গিয়েছ যে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে। আমরা এই ব্লগেই আস্তে আস্তে বাকি সকল বিশ্ববিদ্যালয়ের তথ্য যুক্ত করতে থাকবো। তুমি যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা ও পয়েন্ট সম্পর্কে জানতে চাও আমাদের কমেন্টে জানাও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top