ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা | Dhaka University Admission Requirements

Last updated on March 17th, 2025 at 05:37 pm

প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা সংক্রান্ত ব্লগে তোমাদের স্বাগতম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অধিকাংশ শিক্ষার্থীদের স্বপ্ন থাকে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। যার মধ্যে অনেকেই বাংলাদেশের শতবর্ষী এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয় “ঢাকা বিশ্ববিদ্যালয়” কে পছন্দের তালিকায় শীর্ষে রাখেন।

সৃষ্টিলগ্নের শুরু থেকে এখন পর্যন্ত কঠোর ভাবে শিক্ষার মান নিয়ন্ত্রিত হওয়া এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি পড়াশোনা করেছেন এবং সমাজে বিশেষ অবদান রেখেছেন। বর্তমান সময়েও এই বিশ্ববিদ্যালয় টি দেশের সকল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আজকের ব্লগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি যোগ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। আশাকরি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সিদ্ধান্ত নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা (Dhaka University Admission Requirements) সংক্রান্ত এই তথ্যগুলো তোমাদের খুব কাজে আসবে।

  • ২০১৯ সাল কিংবা পরবর্তী সালের মাধ্যমিক বা সমমান পর্যায়ে উত্তীর্ণ। 
  • ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে উত্তীর্ণ।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য
যোগ্যতামানদণ্ড
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC (বিজ্ঞান বিভাগ)GPA ≥ 3.50
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC (বিজ্ঞান বিভাগ)GPA ≥ 3.50
HSC এবং SSC এর ৪র্থ সাবজেক্ট নিয়ে সর্বমোট GPAGPA ≥ 8.00
(দুই পরীক্ষায় প্রাপ্ত GPA এর যোগফল)
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য
যোগ্যতামানদণ্ড
HSC (মানবিক / বিজ্ঞান বিভাগ) GPA ≥ 3.00
SCC (মানবিক / বিজ্ঞান বিভাগ) GPA ≥ 3.00
মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৪র্থ বিষয় সহGPA ≥ 7.50
(দুই পরীক্ষায় প্রাপ্ত GPA এর যোগফল)
ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য
যোগ্যতামানদণ্ড
HSC (মানবিক / বিজ্ঞান বিভাগ) GPA ≥ 3.00
SCC (মানবিক / বিজ্ঞান বিভাগ) GPA ≥ 3.00
মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৪র্থ বিষয় GPA ≥ 7.50
(দুই পরীক্ষায় প্রাপ্ত GPA এর যোগফল)
HSC (ব্যবসায় শিক্ষা)GPA ≥ 3.00
SSC (ব্যবসায় শিক্ষা শাখা)GPA ≥ 3.00
সর্বমোট GPA (HSC ও SSC) ৪র্থ বিষয় সহGPA ≥ 7.50
(দুই পরীক্ষায় প্রাপ্ত GPA এর যোগফল
অন্যান্য বিষয়ের শিক্ষার্থীদের জন্য
যোগ্যতামানদণ্ড
আলিম (মাদ্রাসা বোর্ড)GPA ≥ 3.50
IGCSE/O Levelঅন্তত ৫টি বিষয়ে উত্তীর্ণ
IAL/GCE A Levelঅন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ
Total English Medium Gradesন্যূনতম ২টি বিষয়ে A, ৩টি বিষয়ে B, এবং অপর ২টি বিষয়ে C গ্রেড

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা (খ ইউনিট / B ইউনিট):

  • ২০১৯ সাল কিংবা পরবর্তী সালের মাধ্যমিক বা সমমান পর্যায়ে উত্তীর্ণ। 
  • ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে উত্তীর্ণ।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য
যোগ্যতামানদণ্ড
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC (বিজ্ঞান বিভাগ)GPA ≥ 3.50
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC (বিজ্ঞান বিভাগ)GPA ≥ 3.50
HSC এবং SSC এর ৪র্থ সাবজেক্ট নিয়ে সর্বমোট GPAGPA ≥ 8.00
(দুই পরীক্ষায় প্রাপ্ত GPA এর যোগফল)
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য
যোগ্যতামানদণ্ড
HSC (মানবিক বিভাগ) GPA ≥ 3.00
SCC (মানবিক বিভাগ) GPA ≥ 3.00
SSC ও HSC এর ৪র্থ বিষয় সহ সর্বমোট GPA
(মানবিক বিভাগের জন্য)
GPA ≥ 7.50
(দুই পরীক্ষায় প্রাপ্ত GPA এর যোগফল
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য
যোগ্যতামানদণ্ড
HSC (ব্যবসায় শিক্ষা)GPA ≥ 3.00
SSC (ব্যবসায় শিক্ষা শাখা)GPA ≥ 3.00
SSC ও HSC এর ৪র্থ বিষয় সহ সর্বমোট GPA
(ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য)
GPA ≥ 7.50
(দুই পরীক্ষায় প্রাপ্ত GPA এর যোগফল)
অন্যান্য বিষয়ের শিক্ষার্থীদের জন্য
যোগ্যতামানদণ্ড
আলিম (মাদ্রাসা বোর্ড)GPA ≥ 3.50
IGCSE/O Levelঅন্তত ৫টি বিষয়ে উত্তীর্ণ
IAL/GCE A Levelঅন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ
Total English Medium GradesO Level এবং A Level এর ৭টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টি বিষয়ে B, ৩টি বিষয়ে C, এবং কোনটিতেই D নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা (গ ইউনিট / C ইউনিট):

  • ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা/ এ লেভেল/ বিজনেস ম্যানেজমেন্ট -এ উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবে। 
  • ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান/মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 
  • IGCSE/O Level এবং IAL/GCE A Level পাস প্রার্থীরা আবেদন করতে পারবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য
যোগ্যতামানদণ্ড
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC (বিজ্ঞান বিভাগ)GPA ≥ 3.50
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC (বিজ্ঞান বিভাগ)GPA ≥ 3.50
HSC এবং SSC এর ৪র্থ সাবজেক্ট নিয়ে সর্বমোট GPA
(বিজ্ঞান বিভাগের জন্য)
GPA ≥ 8.00
(দুই পরীক্ষায় প্রাপ্ত GPA এর যোগফল)
HSC ২০০ নম্বরের গণিত অথবা পরিসংখ্যান (আবশ্যিক/ঐচ্ছিক) বিষয়টি অবশ্যই থাকবে হবে।উক্ত বিষয়ের গ্রেড
≥ 3.50
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য
যোগ্যতামানদণ্ড
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC (মানবিক বিভাগ)GPA ≥ 3.50
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC (মানবিক বিভাগ)GPA ≥ 3.50
HSC এবং SSC এর ৪র্থ সাবজেক্ট নিয়ে সর্বমোট GPA
(মানবিক বিভাগের জন্য)
GPA ≥ 7.50
(দুই পরীক্ষায় প্রাপ্ত GPA এর যোগফল)
HSC পর্যায়ে ২০০ নম্বরের অর্থনীতি অথবা পরিসংখ্যান (আবশ্যিক/ঐচ্ছিক) বিষয়টি অবশ্যই থাকতে হবে। উক্ত বিষয়ের গ্রেড
≥ 3.00
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য
যোগ্যতামানদণ্ড
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC (ব্যবসায় শিক্ষা)GPA ≥ 3.00
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC (ব্যবসায় শিক্ষা)GPA ≥ 3.00
HSC এবং SSC এর ৪র্থ সাবজেক্ট নিয়ে সর্বমোট GPA
(ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য)
GPA ≥ 7.50
(দুই পরীক্ষায় প্রাপ্ত GPA এর যোগফল)
HSC পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত প্রার্থীদের একাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে। উক্ত বিষয়ের গ্রেড
≥ 3.00
অন্যান্য বিষয়ের শিক্ষার্থীদের জন্য
যোগ্যতামানদণ্ড
আলিম (মাদ্রাসা বোর্ড)GPA ≥ 3.50
IGCSE / O Levelঅন্তত ৫টি বিষয়ে উত্তীর্ণ
IAL / GCE A Levelঅন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ
যাদের A Level এ Business Studies / Accounting / Mathematics / Statistics - এর মধ্যে যেকোন একটি বিষয় ছিল কেবল তারাই আবেদন করতে পারবেন। O Level এবং A Level- এর ৭টি বিষয়ের মধ্যে যেকোন ৪ টি বিষয়ে কমপক্ষে B গ্রেড, ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে।

পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের পয়েন্ট হবে -
A=5.0 ; B=4.0 ; D=0.0
O Level - এ আলাদাভাবে গ্রেড থাকতে হবে3.0
A Level - এ আলাদাভাবে গ্রেড থাকতে হবে3.0
Total English Medium GradesAt least 1 A, 4 Bs and 3Cs

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা (F ইউনিট / চারুকলা অনুষদ):

যোগ্যতামানদণ্ড
HSC বা সমমানGPA ≥ 3.00
SSC বা সমমানGPA ≥ 3.00
৪র্থ সাবজেক্ট সহ HSC এবং SSC এর সর্বমোট GPAGPA ≥ 6.50
(দুই পরীক্ষায় প্রাপ্ত GPA এর যোগফল)
IGCSE / O Levelঅন্তত ৫টি বিষয়ে উত্তীর্ণ
IAL / GCE A Levelঅন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ
Total English Medium Gradesকমপক্ষে ৪টি বিষয়ে B এবং ৩টি বিষয়ে C গ্রেড থাকতে হবে।

আশাকরি এই ব্লগটি পরার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা নিয়ে তোমার মনে আর কোন সংশয় নেই। এই ব্লগে উল্লেখিত আবেদনের  যোগ্যতাগুলো যদি তোমার থাকে তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে  একটি আসন প্রাপ্তির যোগ্যতাও তোমার আছে। প্রয়োজন শুধু একটি সঠিক গাইডলাইন এবং অনুশীলন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য ও সাপোর্টের জন্য আমাদের ম্যাসেজ করতে পারো অথবা কমেন্টে জিজ্ঞাসা টি লিখে জানাতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করবো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। 

 

শুভকামনায় 
Admit Wave

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top